বৃহস্পতিবার- ৪ সেপ্টেম্বর, ২০২৫

মিতু হত্যা মামলা

সাবেক এসপি বাবুল আক্তারের জামিনের বিশেষ দরখাস্ত না মঞ্জুর

সাবেক এসপি বাবুল আক্তারের জামিনের বিশেষ দরখাস্ত না মঞ্জুর

ট্টগ্রামে নিজ স্ত্রী মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিনের বিশেষ আবেদন না ম›জুর করেছেন আদালত।

বৃহ¯পতিবার (৮ আগস্ট) চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত দীর্ঘ শুনানি শেষে তার জামিনের বিশেষ আবেদন না মঞ্জুর করেন।

বিষয়িট নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী এড. কফিল উদ্দিন। তিনি বলেন, আমরা তার পক্ষে বিশেষ আবেদনমূলে জামিন আবেদন করেছিলাম। কিন্তু দীর্ঘ শুনানি শেষ তার জামিন আবেদন না মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন :  ধরপাকড় শুরু, পুরুষশূন্য জোবরা গ্রাম

এই আইনজীবি বলেন, সাবেক এসপি বাবুল আক্তার আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ স্ত্রী হত্যা মামলার আসামি হন। সম্প্রতি এই সরকার বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে উৎখাত হলে বাবুল আক্তারের জামিনের জন্য বিশেষ দরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় করা মামলায় ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাবুলসহ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

ওই বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। ২০২৩ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই বছরের ৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ পর্যন্ত ৪৯ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

ঈশান/খম/সুম

আরও পড়ুন