
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কোটা আন্দোলন চলাকালে সারা দেশে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হবে। ঢাকার সব মামলা আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) এর মধ্যে প্রত্যাহার করে নেয়া হবে।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণহত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সকল গায়েবি এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে।
ড. আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। এ গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।
তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। ৩১ আগস্টের মধ্যে সারা দেশের মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে। তবে সাগর-রুনী হত্যা মমলার সঠিক বিচার হবে। এই হত্যার বিচার না হলে জাতির কাছে আমরা ঋণি থেকে যাবো।












































