শনিবার- ১৩ সেপ্টেম্বর, ২০২৫

হাছান মাহমুদকে জুতাপেটা করার ইচ্ছা আ. লীগ নেতার

মন্তব্যে আগুন ঝরালেন কর্মীরাও

হাছান মাহমুদকে জুতাপেটা করার ইচ্ছা আ. লীগ নেতার

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে জুতাপেটা করার ইচ্ছা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবির শিকদার।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘রাজনীতি করি আর না করি… যাদের অতীব অগ্রহণযোগ্য কথোপকথনে দলের গ্রহণযোগ্যতায় ধস নেমেছিল, দেশে আসলে পাইলেই এদের জুতাপেটা করা হবে। কে কে আমার সাথে থাকবেন?’

আরও পড়ুন :  জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের, জিএস শিবিরের

পোস্টের সঙ্গে সংযুক্ত ছবিতে হাছান মাহমুদকে একটি খাবার টেবিলে বসে বিভিন্ন পদ উপভোগ করতে দেখা যায়। হাছান মাহমুদ বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে নিজের ছেলের সঙ্গে অবকাশযাপন করছেন বলে জানা গেছে।

কবির শিকদারের এই পোস্টে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কেউ কেউ তার সঙ্গে একমত প্রকাশ করেন। এক ব্যক্তি কমেন্ট করেন, ‘এরাই একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে ডুবিয়েছে।’

একজন স্থানীয় সাংবাদিক মন্তব্য করেন, ‘ওনার কথা শুনে মানুষ হাসতো। তাই ওনার নাম ছিল ‘হাসাও মাহমুদ’। তবে শেখ হাসিনা ওনাকে পছন্দ করতেন।’

আরও পড়ুন :  বাঁশখালীর পাহাড়ে বের হচ্ছে প্রাকৃতিক তেল-গ্যাস

রোমেন শুভ নামে একজন লেখেন, ‘ইনশাআল্লাহ ভাই, এগুলোকে জুতাপেটা করলেও দলের যে ক্ষতি করেছে তা পূরণ হবার নয়।’ দুপুর সোয়া ১টা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৫০০ লাইক ও ২৪৪টি মন্তব্য জমা পড়ে, যার মধ্যে অনেকটাই নেতিবাচক।

আওয়ামী লীগ নেতা কবির শিকদার বলেন, ‘এই হাছান মাহমুদরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, তৃণমূলের আওয়ামী লীগকে ধ্বংস করেছে। নেত্রীর কানে ভুল তথ্য দিয়ে তারা আজ দলের এই অবস্থা তৈরি করেছে। অথচ তারা এখন বিদেশে আরামে আছে।’

আরও পড়ুন :  চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা ভেবে দেখছে ছাত্রদল

তিনি আরও বলেন, ‘আমি নিজেও নির্যাতনের শিকার। বঙ্গবন্ধুর ম্যুরালে প্রস্রাব করার ঘটনায় প্রতিবাদমূলক পোস্ট দিয়েছিলাম, তাতেই আমাকে দুটি মামলায় আসামি করে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার সাবেক এমপি বাহারের রোষানলে পড়ে আমরা রাজনীতি ঠিকভাবে করতে পারিনি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছিলেন কুমিল্লার আওয়ামী লীগ নেতা কবির শিকদার।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page