শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

অনিয়ম রোধে রেলে প্রথমবারের মতো যুক্ত হলো পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনিয়ম রোধে রেলে প্রথমবারের মতো যুক্ত হলো পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট

টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম রোধে রেলওয়েতে প্রথমবারের মতো ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। গত ২১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আব্দুল কাইয়ুম খান, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাশপিয়া তাসরিন, ঘাটাইল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফ আলীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য রেলওয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা জানানো হয়।

আরও পড়ুন :  চবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে চিহ্নিত ৯ অস্ত্রধারী

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে যাত্রী পরিবহনে শৃঙ্খলা ও টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম রোধে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অবৈধ দখলদারদের কাছ থেকে রেলের ভূমি উদ্ধারেও কাজ করবেন বলে রেলওয়ে সূত্র জানায়।

ঈশান/মসু/বেবি

আরও পড়ুন