
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব, ইউএই’ তাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করেছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল থেকে দেশটির আজমান প্রদেশের উম্মে আল মুমিনীন ওমেন’স অ্যাসোসিয়েশনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই আয়োজন। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন অনুষ্ঠানে।
নিচতলায় সাজানো মেলা প্রাঙ্গণে ছিল দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। স্টলগুলোতে স্থান পেয়েছিল জামদানি, কাতান, হাতে আঁকা শাড়ি, সালোয়ার কামিজ, দেশীয় হস্তশিল্প ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। পিঠা-পুলি ও লোকখাবারের গন্ধে যেন ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের স্বাদ ও সংস্কৃতি।
সাত বছরের পথচলার স্মৃতিচারণায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাসহ ২৫ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। পরে কাটা হয় বর্ষপূর্তির কেক। আয়োজনের সাংস্কৃতিক পর্বে ছিল নৃত্য, আবৃত্তি, সংগীত পরিবেশনা ও বিভিন্ন প্রতিযোগিতা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত।
লাবন্য আদিলের সভাপতিত্বে এবং তন্বী সাবরি ও মহিউদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা শরিফা সৈনিক, নুসরাত সামী, ফাতিমা আহাদ, লিজা হোসাইন, সহ-সভাপতি শারমিন রাখী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মহেসিনা সুলতানা তানিয়া, নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলী, নাজ নাজমা প্রমুখ।
সভাপতি লাবন্য আদিল বলেন, ‘আমরা কেবল আনন্দের জন্য অনুষ্ঠান করি না বরং প্রবাসে থাকা নারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে সবাই একে অপরের পাশে দাঁড়াবে এবং দেশের সংস্কৃতিকে জীবিত রাখবে।’
তিনি আরও বলেন, ‘সাত বছরের পথচলা আমাদের জন্য এক বিশাল অর্জন। এই সফলতার পেছনে ক্লাবের প্রত্যেক সদস্যের আন্তরিকতা ও অবদান রয়েছে।’
উপস্থিত অতিথিরা প্রবাসী নারীদের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ লেডিস ক্লাবের কর্মকাণ্ডকে প্রবাসে নারী সমাজের অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করেন।