
চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫ জন। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
সোমবার (৩১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, সোমবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে লোহাগাড়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন— লোহাগাড়া পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. পারভেজের ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, একই উপজেলার সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু এবং সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার ছাত্তারের ছেলে ছিদ্দিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে অপরটি বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এরই মধ্যে চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় আসলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫ জন। খবর পেয়ে দ্রুত এসে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, এর আগে করোনাকালীন সময়ে এই স্থানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ওই সময় ১২ জন যাত্রী নিহত হয়েছিল। সেই থেকে এই স্থানটি দুর্ঘটনার হট স্পট হিসেবে পরিচিত।