সোমবার- ১৩ অক্টোবর, ২০২৫

ওমানে মাইক্রোবাস দুর্ঘটনায় চট্টগ্রামের ৭ প্রবাসীর মৃত্যু

ওমানে মাইক্রোবাস দুর্ঘটনায় চট্টগ্রামের ৭ প্রবাসীর মৃত্যু

মানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ৭ প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করছেন স্থানীয় প্রবাসীরা।

নিহত চার জন হলেন আমিন সওদাগর, পিতা আলী কব্বর সেরাং; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন। আরজু, পিতা: শহিদুল্লাহ; ওয়ার্ড নং ৪, সারিকাইত ইউনিয়ন। রকি, পিতা: ইব্রাহীম মেস্তুরী; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন। সাহেদ, পিতা : আবুল মনসুর, ওয়ার্ড : ৫, সারিকাইত ইউনিয়ন।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

স্থানীয় প্রবাসী আমিনুল ইসলাম ও কামাল উদ্দিনের বরাত দিয়ে বুধবার (৮ অক্টোবর) রাত ৮টায় নিহতদের পরিবারের সদস্যরা জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময়ে রাত ১১টায় ওমানের দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।

নিহত ব্যক্তিরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দ। ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন তারা। কাজ শেষে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্থানীয় ওমানপ্রবাসীরা।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

সারিকাইত ইউপি সদস্য আবু জাফর বলেন, সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে এ খবর পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে এতজন প্রবাসীর মৃত্যু এলাকার জন্য এক হৃদয়বিদারক ঘটনা। এদের অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। এমন খবর সহ্য করা কঠিন। স্বজনদের হৃদয় বিধারী কান্নায় এলাকার মানুষ মূহ্যমান হয়ে পড়েছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page