
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার গহীন জঙ্গলে ইউপিডিএফ এর একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বলে সেনাবাহিনী।
সোমবার (০৬ অক্টোবর) ভোরে চালানো এ অভিযানে এসব উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অভিযানের সময় ইউপিডিএফের এক স্থানীয় গ্রুপ কমান্ডার পালিয়ে গেছেন বলে দাবি করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে যুবনেশ্বর পাড়া এলাকায় ইউপিডিএফের একটি আস্তানা ঘেরাও করে তল্লাশি চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ইউপিডিএফের গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যান।
পরে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া সুমেন চাকমাসহ অন্যদের ধরতে ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়।
সেনাবাহিনী অভিযোগ করেছে, অভিযান ব্যাহত করার জন্য ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও স্কুলছাত্রদের সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে কোমলমতি শিশুদের তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপিডিএফের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঈশান/মখ/মসু