রবিবার- ১৯ অক্টোবর, ২০২৫

খুলনার আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানি কক্সবাজারে খুন

খুলনার আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানি কক্সবাজারে খুন

খুলনার আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর গোলার রাব্বানি টিপুকে (৫৫) কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা ঘটে। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়ানা পাড়া এলাকার মো. গোলাম আকবরের পুত্র। কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে খোঁজ করে জানতে পেরেছি নিহত গোলার রাব্বানি টিপু খুলনার আওয়ামী লীগের বড় নেতা এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে এলাকা থেকে পলাতক ছিলেন তিনি। তার সাথে আর কেউ ছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে সাথে খুনিদের ধরতে পুরো শহরে ঘিরে ফেলে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

তিনি আরও বলেন, গোলাম রব্বানি কক্সবাজারে কেন এসেছিলেন এবং তিনি কী কাজ করতেন, সে সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায় নি। তিনি পর্যটক ছিলেন নাকি অন্য কোন কাজে এসেছিলেন, তাও নিশ্চিত করা যায় নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত চালাচ্ছেন।

আরও পড়ুন :  আন্তর্জাতিক পর্ন তারকা চট্টগ্রামের এক নারী, নজর নেই পুলিশের

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, সমুদ্র সৈকত পাড়ের সড়কে হোটেল সীগালের সামনে তিনি গাড়ি নিয়ে আসছিলেন। এ সময় হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পান এবং পরে দেখেন একব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে আছেন। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে তার অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

এই চালক বলেন, ‘সড়ক খালি ছিলো। তার আশেপাশে কেউ ছিলো না বা কাউকে দূরে পালাতে দেখা যায়নি। আমার ধারণা দূর থেকে গুলি করা হয়েছে।

আরও পড়ুন :  শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। এতে বড় জখম হয়েছে। পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, নিহত গোলাম রব্বানি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর উত্তর পাড়া এলাকার মো. গোলাম আকবরের ছেলে। তিনি পর্যটক নাকি স্থানীয় কোনো প্রতিষ্ঠানে কর্মরত—তা নিশ্চিত হওয়া যায়নি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page