
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (১ মার্চ) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম। তিনি বলেন, ‘নুরে আলম নুরু চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, পাহাড় কাটা, ডাকাতিসহ অস্ত্র আইনে ৩১টি মামলা রয়েছে।’
পুলিশ জানিয়েছে, নুরু ফয়’স লেকের রিসোর্টের একজন কর্মচারী ছিলেন। পরে ধীরে ধীরে সে পাহাড়ের মাটি কাটা শুরু করে। এ সময় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের অনেকেই তাকে ব্যবহার করতে শুরু করে। যার ধারাবাহিকতায় নুরুর অপরাধ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে।
পাহাড় দখল, পাহাড় কাটা, অপহরণ, ধর্ষণ, মাদক ব্যবসাসহ সব রকমের অপরাধমূলক কাজে জড়িয়ে পরে সে। ২০১৪ সালে দায়ের করা একটি অস্ত্র মামলায় ২০১৯ সালে তার বিরুদ্ধে ১৭ বছরের সাজা দেন আদালত। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।