
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের রাস্তায় পড়ে গেছে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা চারজন আহত হলেও নিহত হয়েছেন এক পথচারী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মচারী বলে জানা গেছে।
ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিচে রাস্তায় পড়ে গেছে। সেখানে প্রচুর লোকজন জমা হয়েছে। তাদের সরিয়ে দিয়ে আমরা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে দিয়েছি।










































