রবিবার- ৪ মে, ২০২৫

চট্টগ্রামে এক নারী নেত্রীকে পুলিশে দিলেন আরেক দল নারী!

চট্টগ্রামে এক নারী নেত্রীকে পুলিশে দিলেন আরেক দল নারী!

ট্টগ্রামে কানিজ ফাতেমা লিমা নামে এক নারী নেত্রীকে ধরে পুলিশে দিয়েছেন আরেক দল নারী। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা শাখার সহ-ম‌হিলা বিষয়ক সম্পাদক। তিনি ডাক বিভাগের একজন কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর জিপিওর সামনে থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, আপাতত তিনি থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কানিজ ফাতেমা লিমা নামে একজনকে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেত্রী থানায় এনেছেন। তিনি ৭১ এর ঘাতক দালাল নির্মূল ক‌মি‌টি চট্টগ্রাম জেলা কমি‌টির সহ-ম‌হিলা বিষয়ক সম্পাদক ও জিপিও শ্রমিক লীগের নেত্রী বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি আমাদের থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show