শুক্রবার- ৪ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে কাপড়ের মার্কেটে আগুন, বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

চট্টগ্রামে কাপড়ের মার্কেটে আগুন, বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা
print news

ট্টগ্রামের পাইকারি কাপড়ের বড় বিপণিকেন্দ্র টেরিবাজারে খাজা বিপণি নামে একটি ভবনের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের সময় টেরিবাজারে দোতলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ৬টি ইউনিট পাঠানো হয়। ইউনিটগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে টেরিবাজার। তবে বিস্তারিত পরে জানানো হবে।

টেরিবাজার বণিক সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, খাজা বিপণি নামের একটি ভবনের গুদামে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। টেরিবাজারের কেনাকাটা স্বাভাবিক রয়েছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

জনপ্রিয়