শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন

ট্টগ্রামের পটিয়ায় পূর্ব বিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে গুরুতর আহত প্রবাসী মোহাম্মদ মামুন (২৪) মারা গেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করে ফাহিম(৩০)। তার বিরুদ্ধে থানায় অপহরণ মামলা রয়েছে।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

সে স্থানীয় যুবলীগ ক্যাডার লিটন বড়ুয়ার অনুসারী ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। হত্যাকান্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম বৃহ¯পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page