
জিয়া মঞ্চ’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে এবং উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটর সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা হাজী মো. জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেশী বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে জিয়া মঞ্চ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের কষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের দোরগোড়ায় দলের পরিচ্ছন্ন ভাবমর্যাদা পৌঁছাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, সৈয়দ নুর, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ ফারুকী, উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক এজলাস, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জানে আলম, রাউজান উপজেলা জিয়া মঞ্চ সভাপতি মাহাবুব আলম, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিম, রাঙ্গুনিয়া পৌরসভা জিয়া মঞ্চ আহবায়ক রফিকুল কাদের, রাউজান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন দেলোয়ার খান জয়, আব্দুস সালাম সবুজ, মেহেদী হাসান টিপু, ইব্রাহীম সাগর, জয়নাল আবেদীন, এনায়েত আলী, হাসান মুরাদ, জসিম উদ্দিন, বেলাল হোসেন, ফজলুল করিম ফজলু, তারেক চৌধুরী, মাসুদ করিম, আজগর আলী, জব্বার, ইকবাল, সালাহউদ্দিন প্রমুখ। দোয়া মাহফিলে মুনাজাত করেন হাফেজ মামুন।
উল্লেখ্য ১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর জিয়া মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।













































