মঙ্গলবার- ১৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪০ ডেভিল গ্রেপ্তার

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪০ ডেভিল গ্রেপ্তার

ট্টগ্রামে ২৪ ঘন্টায় আওয়ামী লীগ নেতাকর্মী হিসেবে পরিচিত ৪০ ডেভিলকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের (সিএমপি)। নাশকতা সৃষ্টির শঙ্কা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিএমপির উপপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো.ইমরান হোসেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলাসহ এসব ডেভিলদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই কিশোরও রয়েছে। তারা দুইজন হলেন মো. রবিউল হাসান (১৭), পারভেজ (১৭)। জুলাই আন্দোলনের সংঘাতে জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে কোতোয়ালী থানায় গ্রেপ্তার হয়েছেন মো.শাহফাজ মিয়া (৩৪), মো. আবুল কালাম (৫৮), কাজী সালাউদ্দিন লাভলু প্রকাশ সালাউদ্দিন (২৯), ইসতেশাম আলম দোভাষ ইশরাক (২১), মো. হাবিব উল্লাহ (২৮), মো. রফিকুল ইসলাম (৫৫), মো. শাহাদাত হোসেন জুয়েল (৩২)।

আরও পড়ুন :  সিএমপির ‘মানিলন্ডারিং’ তালিকায় ১৪৫ নেতা ও মন্ত্রী-এমপির নাম

পাঁচলাইশ থানায় তৌহিদুজ্জামান জয় (৩২), মো. ফারুক (৩৫)। চকবাজার থানা এলাকা থেকে মো. রবিউল হোসেন (২৬), বায়েজিদ বোস্তামী থানায় হারুনুর রশিদ (৪৫), মো. টিটু মাঝী (৪০), তোফাইল আজম তাশকার প্রকাশ আবিদ (২৪), মো. রফিক (৩৫), আকবরশাহের আসামি ফয়সাল(২১), মো. শাকিল(২২), মো. রুবেল (২০), মো. ইব্রাহিম (২০), সদরঘাট থানায় মো. হাবিবুর রহমান মুন্না (৩৮), হালিশহর থানায় মো. হৃদয় (২২), মো. রাব্বি (২৮), বিজ্ঞান কুমার নাথ (৫৬), মফিজ (৩২)।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

খুলশী থানার আসামি মো. জাবেদ উদ্দিন (২১), মো. রেজাউল করিম (৩১), ইপিজেড থানায় আরমান মিয়া (২৭), লালন ফকির (২৮), ডবলমুরিং মডেল থানার মো. ইউসুফ শান্ত (২৫), মো. সাদেক (৩৪), পতেঙ্গা মডেল থানার আসামি মো. মুন্না (২০), বন্দর থানার আসামি মো. নুর উদ্দিন (৪০)।

পাহাড়তলী থানার আসামি আব্দুল মালেক বাবুল (৬৪), গোলজার বেগম রুবি (৫৫), চান্দগাঁও থানার আসামি মো. নাছির উদ্দিন (৪০), বাকলিয়া থানার আসামি মো. ইমরান হোসেন ইমন (২৮), সালাউদ্দিন রায়হান (২৫), মো. জুয়েল রানা (৩৪) ও কর্ণফুলী থানায় সরোয়ার আলম বাপ্পি (৩৭)।

আরও পড়ুন :  সিএমপির ‘মানিলন্ডারিং’ তালিকায় ১৪৫ নেতা ও মন্ত্রী-এমপির নাম

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগেও অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪৬ ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page