
চট্টগ্রাম থেকে ২০ কোচের একটি বিশেষ ট্রেনে রাজধানীর শাহবাগে সমাবেশে যোগ দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রোববার (৩ আগস্ট) শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সে হিসেবে সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাবে।
শনিবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালু করা হবে। এতে ২০টি কোচ থাকবে, যেখানে ১ হাজার ১২৬ জন যাত্রীর আসন রয়েছে।
নির্ধারিত সময়সূচী অনুযায়ী, বিশেষ ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে গিয়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ওই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পরদিন ৪ আগস্ট রাত ১টায় পৌঁছাবে।
তিনি আরও বলেন, ট্রেন পরিচালনার আগে ভাড়াসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক চার্জ আদায়ের দায়িত্ব পালন করবে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা। রেক গঠন, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৈদ্যুতিক সরঞ্জাম এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ট্রেন চলাচলের সময় সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকছে ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী)। চট্টগ্রাম ও ঢাকা বিভাগের আরএনবি কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না। এতে ১০ লাখ টাকা ভাড়া আদায় হচ্ছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেনের জন্য আবেদন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহ¯পতিবার বিশেষ ট্রেন বরাদ্দ দেয় রেলওয়ে।
তিনি বলেন, ২০ বগির ট্রেনটিতে ১ হাজার ১২৬টি আসন রয়েছে। তবে চট্টগ্রাম থেকে প্রায় দুই-আড়াই হাজার নেতাকর্মী নিয়ে ওই ট্রেন ঢাকায় যাবে। শত কষ্ট হলেও প্রোগ্রাম সফল করার জন্য ঢাকায় যাব। দলীয় প্রোগ্রাম, নেতাকর্মীরা দলবদ্ধভাবে যেতে চেয়েছে তাই দলবদ্ধভাবে ঢাকায় যেতে ট্রেনটি ভাড়া করা হয়েছে।
রাজধানীর শাহবাগে আগামীকাল রোববার ছাত্র সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ লক্ষ্যে তাদের প্রস্তুতিও প্রায় স¤পন্ন। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হলো।
সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না। সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে নেতা-কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে দলটি।
উল্লেখ্য, আগামীকাল ৩ আগস্ট ছাত্রদলের এই ছাত্রসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল। তবে সমাবেশের জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দেয় ছাত্রদল। গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় ছাত্রদল।