শুক্রবার- ২২ আগস্ট, ২০২৫

চবির সমাবর্তনে আসছেন প্রধান উপদেষ্টা

চবির সমাবর্তনে আসছেন প্রধান উপদেষ্টা

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড পেইজে এই বিষয়ে নিশ্চিত করে বলা হয়েছে। সেখানে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন :  পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বিশাল নিয়োগ

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে তিনি বক্তব্য প্রদান করবেন।

আগামী ১৪ মে হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এবং বিশেষ সমাবর্তন। ১৯৭২ সালে অধ্যাপক ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে খাস জমিতে গড়ে উঠা যেন এক টুকরো ‘ইনডিয়া’

১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে চবির ৪র্থ সমাবর্তন ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারও সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :  জনবল সংকটে ধুঁকছে চট্টগ্রাম নির্বাচন অফিস

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page