শুক্রবার- ২২ আগস্ট, ২০২৫

চসিকের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ জন

চসিকের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ জন

নানা ক্ষেত্রে অবদানের জন্য এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ১৪ জন। এর মধ্যে আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ। তিনি জানান, আগামি বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্ত্বরে অমর একুশে বইমেলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে একুশে সম্মাননা পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে অর্থ সংকটে বন্ধের পথে বিআরটিসির স্কুলবাস

সম্মাননা প্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সংগীতে নকিব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান। এ আটজন বিশিষ্ট ব্যক্তিদের একুশে স্মারক সম্মাননা দেওয়া হবে।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে দুই কোম্পানির ১৩৭ কোটির জালিয়াতি

এ ছাড়া কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসাসাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিল্লুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমুকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

উল্লেখ্য, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে খাস জমিতে গড়ে উঠা যেন এক টুকরো ‘ইনডিয়া’

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page