মঙ্গলবার- ১৪ অক্টোবর, ২০২৫

চালু হলো গুগল পে, পেমেন্ট করবেন যেভাবে

চালু হলো গুগল পে, পেমেন্ট করবেন যেভাবে

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে। সিটি ব্যাংকের সহযোগিতায় এই ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু হলো আজ মঙ্গলবার (২৪ জুন) থেকে।

অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এখন থেকে এনএফসি(NFC) প্রযুক্তি সমর্থিত ডিভাইসে তাদের ফোন ট্যাপ করেই মাস্টারকার্ড ও ভিসা কার্ড দিয়ে লেনদেন করতে পারবেন।

ভিজিক্যাল কার্ড না থাকলেও ফোন ট্যাপ করেই শপিং, রেস্টুরেন্ট বা ট্রান্সপোর্টে পেমেন্ট করা যাবে।

প্রতিটি লেনদেন টোকেনাইজেশনের মাধ্যমে হয়, যার মানে হচ্ছে কার্ডের আসল নম্বর কখনোই শেয়ার হয় না। ফলে তথ্য চুরির ঝুঁকি কম। ক্যাশ, কার্ড সোয়াইপ কিংবা পিনের ব্যবহারের প্রয়োজন নেই। ফলে দ্রুত হয় ট্রান্সজ্যাকশন।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

ইউজাররা গুগল ওয়ালেট অ্যাপে একাধিক কার্ড সংযুক্ত করে সহজে ব্যবস্থাপনা করতে পারবেন। আন্তর্জাতিকভাবে গুগল পে সমর্থিত যেকোনো স্থানে পেমেন্ট করার সুযোগ মিলবে এই কার্ডে।

সিটি ব্যাংকের এক্সক্লুসিভ অফার:
গুগল পে চালুর উপলক্ষে সিটি ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার পাবেন।

কারা ব্যবহার করতে পারবেন?
শুধুমাত্র এনএফসি সুবিধাযুক্ত অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা যাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড সিটি ব্যাংকের মাধ্যমে ইস্যু করা, তারা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

গুগল পে চালুর প্রভাব
বিশেষজ্ঞদের মতে, গুগল পে চালু হওয়ায় দেশে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে। কনট্যাক্টলেস পেমেন্ট জনপ্রিয় হবে, ক্যাশলেস ইকোনমির দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

বাংলাদেশে গুগল পে চালুর ফলে গ্রাহকরা পাবেন আধুনিক ও নিরাপদ লেনদেনের সুবিধা। মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের ফিনটেক খাতে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

গুগল পে মূলত একটি কনট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি, যেখানে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য ফোনে সংরক্ষিত থাকে এবং ফোনটি পিওএস (Point of Sale) মেশিনে ট্যাপ করলেই পেমেন্ট সম্পন্ন হয়। এতে কার্ড বহনের ঝামেলা নেই, টাকার লেনদেন হয় দ্রুত ও নিরাপদভাবে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page