রবিবার- ২৪ আগস্ট, ২০২৫

জামিন চাইতে গিয়ে আহমদ সৈয়দ চেয়ারম্যানসহ ৫ জন কারাগারে

জামিন চাইতে গিয়ে আহমদ সৈয়দ`চেয়ারম্যানসহ ৫ জন কারাগারে

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন চাইতে গিয়ে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউপির বর্তমান চেয়ারম্যন আহমদ সৈয়দ তালুকদার ও তার ছেলে জসীম উদ্দিন তালুকদারসহ ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন একই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কামাল উদ্দিন (৪৫)। বাদি হয়ে তিনি আহমদ সৈয়দ চেয়ারম্যান ও তার ছেলে জসীম উদ্দিন তালুকদারসহ ১৬ জন এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামি করে গত বছরের ১৫ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। কামাল উদ্দিন দক্ষিণ রাজানগর ইউনিয়ন বি.এন.পি‘র সভাপতি।

মামলায় কারাগারে পাঠানো আহমদ সৈয়দ চেয়ারম্যান ও তার ছেলে ছাড়াও অন্য তিন আসামি হলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের সোনারগাঁও এলাকার আবদুর রহমান সাধনের ছেলে মো. মুসা ও আবদুল গফুরের ছেলে মো. জাহেদ।

আরও পড়ুন :  এস আলমের ছায়াসঙ্গী জাহাঙ্গীরের অবাক প্রতারণা!

মামলার বাদি কামাল উদ্দিন জানান, চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার ফ্যাসিবাদের দোসর ড. হাছান মাহমুদের একনিষ্ট কালেক্টর ছিলেন। তার ছেলে জসীম উদ্দিন তালুকদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। এতে প্রতিহিংসা পরায়ন হয়ে গত ২০১৪ সালের ৬ এপ্রিল আসামিরা পরস্পর সংঘবদ্ধ হয়ে আমার ব্যবহৃত একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এ সময় আসামিরা আমাকে প্রাণে হত্যার চেষ্টার করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে এডুমিগের মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২৫ আগস্ট

এরপর ২০১৬ সালের ১৬ েেসপ্টম্বর সংঘবদ্ধ হয়ে তারা আমার পুকুরের অন্তত ১৫-২০ লাখ টাকার মাছ তুলে লুট করে নিয়ে যায়। এরপর গত বছরের ২১ জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে ্আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এ অবস্থায় আসামি আহমদ সৈয়দ তালুকদার আমার পরিবারে গিয়ে আমার গুম হওয়ার মিথ্যা খবর দেয়। এ সময় গুম থেকে উদ্ধারের কথা বলে ২ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণে হত্যাচেষ্টার আইনে মামলাটি দায়ের করি।

আরও পড়ুন :  চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

বৃহস্পতিবার সকালে মামলায় জামিন চাইতে গিয়ে আদালতের বিচারক আহমদ সৈয়দ তালুকদার ও তার ছেলে জসীম উদ্দিন তালুকদারসহ ৫ জনকে কারাগারে প্রেরণ করে। এদিকে আহমদ সৈয়দ তালুকদার ও তার ছেলে জসীম উদ্দিন তালুকদারকে কারাগারে প্রেরণের খবর ছড়িয়ে পড়লে দক্ষিন রাজানগর ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে আসে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় লোকজনের ভাষ্য, আহমদ সৈয়দ তালুকদার চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়নের বিএনপি-জামায়াত সমর্থিত প্রতিটি প্রবাসি পরিবার, ব্যবসায়ী ও চাকুরিজীবীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করেন। এ কারণে ভুক্তভোগী প্রবাসি পরিবার, ব্যবসায়ী, চাকুরিজীবীদের মধ্যে চাপা কান্না বিরাজ করছিল।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page