
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে লাল-সবুজের বাঘিনীরা। রুবাইয়া হায়দারের ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য ৩১.১ ওভারে তাড়া করেছেন নিগার সুলতানারা। অভিষেকে ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত ইনিংস খেলেছেন রুবাইয়া হায়দার। তবে লক্ষ্যতাড়ায় শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের।
দলীয় ৭ রানে ফারজানা হক (২) আর ৩৫ রানে শারমিন আক্তার (১০) সাজঘরে ফিরলে চাপ বাড়ে। তবে অভিষিক্ত রুবাইয়া হায়দারকে সঙ্গে নিয়ে দায়িত্ব নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দু’জনে মিলে ৭৭ বলে গড়েন ৬২ রানের জুটি। জ্যোতি ৪৪ বলে ২৩ রান করে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার শিকার হলে ভাঙে এই প্রতিরোধ।
তবে রুবাইয়া ছিলেন অটল- ৬৪ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৪ রানে। অভিষেকে ফিফটি করা তিনি বাংলাদেশের তৃতীয় নারী ব্যাটার (আগে করেছিলেন আয়েশা রহমান ও শারমিন আক্তার সুপ্তা)। ৭৭ বলে খেলা তাঁর ইনিংসে ছিল ৮ চার। সোবহানা মোস্তারি খেলেন ঝড়ো ইনিংস, ১৯ বলে অপরাজিত ২৪ রানে জয় নিশ্চিত করেন।
এর আগে টসে হেরে বল করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশের বোলাররা। পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন মারুফা আক্তার। ওমাইমা সোহেল আর সিদরা আমিন শূন্য রানে ফিরলে স্কোরবোর্ডে ভেসে ওঠে- ২ উইকেটে ২!
এরপর রানের গতি মন্থর হয়ে যায়। প্রথম ১০ ওভারে মাত্র ৪১ রান তুলতে পারে পাকিস্তান। তৃতীয় উইকেটে মুনিবা আলী (১৭) আর রামিন শারমিন (২৩) মিলে ৬৩ বলে ৪২ রান যোগ করলেও সেই ধাক্কা কাটাতে পারেনি তারা। দুজনকেই ফেরান নাহিদা আক্তার।
মাঝে মাঝে প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৭ নম্বরে নেমে ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করলেও ইনিংস থেমে যায় ১২৯ রানে। শেষদিকে স্পিনে বাজিমাত করেন স্বর্না আক্তার। মাত্র ৩.৩ ওভারে ৩ রানে ৩ উইকেট তুলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তিনি।