সোমবার- ১৯ মে, ২০২৫

প্রধান শিক্ষক এম আজিজুর রহমানের মৃত্যুতে শিক্ষক সমাজের শোক

প্রধান শিক্ষক এম আজিজুর রহমানের মৃত্যুতে শিক্ষক সমাজের শোক

ট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুর রহমান ইন্তেকাল করেছেন।

শনিবার ১৭ মে সকাল ৮.৩০ ঘটিকায় স্ট্রোকজনিত কারণে নিজ বাসবভন দক্ষিণ রাজানগর চেয়ারম্যান বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি দক্ষিণ রাজানগর মৃত হাজী আমিনুর রহমানের ১ম পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই কন্যা, এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার ১ম নামাযে জানাজা বিকাল তিনটায় দক্ষিণ রাজানগর আহমদ সৈয়দ চেয়ারম্যান বাড়ি মসজিদ মাঠে, ২য় জানাজা বিকাল ৪টায় রাজানগর রফিকাবাদ বালিকা উচ্চ বিদয়ালয় মাঠে ও বাদে আসর সোনারগাঁও নিজ গ্রামের বাড়ির মাঠে ৩য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি রাংগুনিয়া উপজেলার সহসভাপতি ও রফিকাবাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এম আজিজুর রহমানের আকষ্মিক মৃত্যুর খবরে তাৎক্ষনিক ৯২তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদক ও উত্তর জেলার আহবায়ক ও সদস্য সচিব গভীর শোক প্রকাশ করেছেন। এতে সামাজিক সংগঠন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

No more posts to show