
ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর পাঁচদিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা ট্রলারের ২৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ইলিশ রক্ষায় সাগরে টহল দেওয়ার সময় নৌবাহিনীর সদস্যদের নজরে পড়েন ভাসমান জেলেরা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরে কক্সবাজার বাতিঘরের ২৭ নটিক্যাল মাইল দূর থেকে ২৬ জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য এমভি তাজমিনুর রহমান নামে ট্রলারটি নিয়ে জেলেরা গভীর সাগরে যান। ৩ অক্টোবর সেটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকে সাগরে জীবন বিপন্নপ্রায় অবস্থায় ভাসতে থাকেন জেলেরা।
ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় গত ৪ অক্টোবর থেকে সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশ রক্ষায় সাগরে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর সদস্যরা তাদের জাহাজ শহীদ মহিবুল্লাহ ভাসমান ওই ট্রলার থেকে জেলেদের সংকেত দেখতে পান। এরপর তারা গিয়ে জেলেদের ট্রলারসহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
ক্ষুধার্ত জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় তাদের বাড়িতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।