রবিবার- ১৯ অক্টোবর, ২০২৫

বিমান বাহিনীতে যুক্ত হলো নতুন আকাশ প্রতিরক্ষা র‌াডার

বিমান বাহিনীতে যুক্ত হলো নতুন আকাশ প্রতিরক্ষা র‌াডার

বাংলাদেশ বিমানবাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে ‘জিএম ৪০৩এম’ আকাশ প্রতিরক্ষা র‌াডার স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ অঙ্গীকারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী।

বুধবার (১৬ এপ্রিল) বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওই র‌াডার উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ-উপকরণ সংযোজন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা র‌াডার বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো।

আরও পড়ুন :  আন্তর্জাতিক পর্ন তারকা চট্টগ্রামের এক নারী, নজর নেই পুলিশের

আইএসপিআর আরও জানায়, নতুন অন্তর্ভুক্ত র‌াডারটি বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যাধুনিক রাডারটি বিমানবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page