
কিশোরগঞ্জে কবর তৈরির কারিগর মনু মিয়াকে লাল ঘোড়া উপহার দিতে চান চট্টগ্রামের যুবক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল ঘোড়া উপহার দিতে চান তিনি। প্রকৌশলী নাছির উদ্দিন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যানও।
মনু মিয়ার সাথে যোগাযোগ করে বুধবার (২১ মে) বিকেলে বিষয়টি জানান নাছির উদ্দিন নিজেই। প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, মনু মিয়ার ঘোড়াটি কিছু দুষ্কৃতিকারী হত্যা করেছে। এ বিষয়ে আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন, আমাকে দেখতে আসলে খুশি হবো।
নাছির উদ্দিন বলেন, তিনি এখনো ঘোড়া নিতে রাজি হননি। তবে আমি নিরাশ নই। ফলে আমি কয়েকটি লাল ঘোড়া দেখে রেখেছি। তিনি যেটা পছন্দ করেন সেটা তাকে উপহার দেব। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি তাঁর পাশে দাঁড়াতে চাই।
নাছির উদ্দিন বলেন, গত ১৪ মে থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মনু মিয়া। তার অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। গত শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘোড়ার পেটে আঘাতের চিহ্ন ছিল। ঘোড়া মারা যাওয়ার কথা শুনেও আহত হননি মনু মিয়া।
এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। খবরটি নজরে এলে মনু মিয়াকে ঘোড়া কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন অভিনেতা খায়রুল বাশারও। কিন্তু তিনি ঘোড়া নিতে চান না।
উল্লেখ্য, ৬৭ বছর বয়সী মনু মিয়া যখনই কবর খোঁড়ার ডাক আসত নিজের চলার সঙ্গী ঘোড়াটি নিয়ে বেরিয়ে পড়তেন মৃতের বাড়ির দিকে। অর্ধ শতাব্দী ধরে কিশোরগঞ্জের ইটনার হাওরাঞ্চলের এই বৃদ্ধ তিন হাজারেরও বেশি কবর খুঁড়েছে বিনা পারিশ্রমিকে।