সোমবার- ১৩ অক্টোবর, ২০২৫

মালামাল চুরির ঘটনায় আরএনবির হাবিলদার রাকিব ক্লোজড

মালামাল চুরির ঘটনায় আরএনবির হাবিলদার ক্লোজড

রেলওয়ে ‍পূর্বাঞ্চলের চট্টগ্রাম পাহাড়তলীর প্রধান সরঞ্জাম ক্রয় দপ্তরের গুদাম থেকে কোটি টাকার মালামাল চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক হাবিলদার রাকিব হাসান তালুকদারকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকালে তাকে ক্লোজড করে আরএনবির ট্রেনিং একাডেমিতে সংযুক্তের নির্দেশ দেওয়া হয়। আরএনবির (পূর্ব) চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তার (রাকিব) বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে। তিনি পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরে হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

সূত্র মতে, রাকিবের বিরুদ্ধে রেলের মালামাল চুরিতে সহায়তা, অর্থ আত্মসাতসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।রেলওয়ে পাহাড়তলী নিরাপত্তা চৌকির দায়িত্ব নেওয়ার পর দপ্তরে একে পর এক চুরির ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে নগরীর খুলশী থাকায় একটি চেকের মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে হাবিলদার রাকিব হাসান তালুকদার বলেন, সরঞ্জাম ক্রয় দপ্তরের গুদাম থেকে কোটি টাকার মালামাল চুরির ঘটনা ধামাচাপা দিতে আমার উপর কৌশলে দায় চাপিয়ে দেয়া হয়েছে। চুরি হয়েছে গুদামের ভেতর থেকে। গুদামের ভেতরে পাহারা দেওয়ার দায়িত্ব আরএনবির কারও নয়। তাছাড়া গুদামের চাবি থাকে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। চুরির ঘটনায় যেখানে গুদামের তালা অক্ষত, গুদামের ওয়াল অক্ষত, সেখানে চুরি অবশ্যই রহস্যজনক। তাছাড়া ওই চুরির ঘটনার মামলার বাদি আমি।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

রাকিব হাসান তালুকদার বলেন, গুদাম থেকে ৫৮ লাখ টাকার কেবল চুরি হয়েছে। আরও ৬০ লাখ টাকার মালামাল চুরির বিষয়টি গোপন রাখা হয়েছে। যা বের করে আনার চেষ্টা করায় চুরির দায় আমার উপর চাপিয়ে সুকৌশলে আমাকে ক্লোজড করা হয়েছে। অথচ চুরির ঘটনার সময় আমি ডিউটিতেও ছিলাম না। যারা ছিল তাদের অনেকে প্রধান সরঞ্জাম ক্রয় দপ্তরে এক নাগারে ১৫-১৬ বছর ধরে কর্মরত রয়েছে। তাদের কাউকে ঘটনায় দায়ি করা হচ্ছে না। চট্টগ্রামে কর্মরত কতিপয় সাংবাদিক যারা রেল নিয়ে নিউজ করেন, তারাও চোর চক্রের সাথে হাত মিলিয়ে চুরির প্রকৃত ঘটনা প্রকাশ করছে না।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page