
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মামুন উদ্দিন ওরফে প্যারামাউন্ট মামুন (৩৭) কে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া পৌরসভার ১নং নোয়াগাঁও ওয়ার্ডের মৃত সাকের মেম্বার বাড়ির নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার প্যারামাউন্ট মামুন রাঙ্গুনিয়া পৌরসভা ১নং নোয়াগাঁও ওয়ার্ডের মৃত সাকের আহমদের ছেলে। রাঙ্গুনিয়া পৌরসভা ১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের একনিষ্ট নেতা জালাল উদ্দীনের ছোট ভাই।
এছাড়া তিনি রাউজান ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক জিএস ও এস আলম গ্রুপ কর্তৃক প্রদত্ত ইসলামী ব্যাংক রাঙ্গুনিয়া পৌরসভার গোছরা বাজার শাখার এজেন্ট। রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালিতে প্যারামাউন্ট নামে তার একটি কুলিং কর্ণার রয়েছে। সে হিসেবে স্থানীয়দের কাছে তিনি প্যারামাউন্ট মামৃুন হিসেবে পরিচিত।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুনের বিরুদ্ধে ৪৪৮/৩২৩/৩৪৭/৩৮৬/৪০৬/৪৪২০/৩৮৮/৫৯৬(২) ধারায় মামলা রয়েছে। দায়েরকৃত মামলা নং-১৩ তারিখ ৩০/০৮/২৪।
এই পেনাল কোডে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থানায় এনে আসামি মামুনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। তাকে গ্রেপ্তারে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা জানান, মামুন উদ্দিন ওরফে প্যারামাউন্ট মামুন ও তার ভাই জালাল উদ্দিন গত বছর ৫ আগষ্টের পর আত্নগোপনে চলে যায়। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগকে উস্কানি ও আওয়ামী লীগকে মাঠে নামিয়ে পুরো রাঙ্গুনিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে অর্থায়নের মাধ্যমে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।