
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর জাবেদকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি টিম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতার মামলায় তাকে গ্রেপ্তর করা হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাজদার।
তিনি জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়ন এর পূর্ব খুরুশিয়া ৬নং ওয়ার্ড থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে বিভিন্ন সময় চাঁদাবাজি মাদক ভুমিদস্যুর অভিযোগ রয়েছে।
জাবেদ ওমর দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়ন এর পূর্ব খুরুশিয়া ৬নং ওয়ার্ডের ছালে আহমদের পুত্র বলে জানান ওসি সিফাতুল মাজদার।