সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

সানি লিওনের অঢেল সম্পদ, তবুও নেন স্বাবলম্বি নারী ভাতা!

সানি লিওনের অঢেল সম্পদ, তবুও নেন স্বাবলম্বি নারী ভাতা!

বেবি ডল‍‍ খ্যাত সানি লিওনকে দেখলে মনে ঝড় উঠে অজস্র অনুরাগীর। যাদের তাঁর সম্পর্কে জানার কৌতুহল অনেক বেশি। এর মধ্যে ভার সরকারের দেয়া স্বাবলম্বী ভাতা গ্রহণের বিষয়টি নানা কৌতুহল তৈরী করেছে অনুরাগীদের মনে। তাদের প্রশ্ন-সানি লিওন কি আসলেই অসচ্ছল?

না, সানি লিওনের সম্পদের অঙ্ক জানলে চোখ কপালে উঠবে সবার। সবাই জানেন সানি লিওন নীল ছবির রানী। যদিও ২০১২ সালে নীল ছবির জগৎ থেকে বলিউডে এসে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন তিনি। তবুও নীল ছবি থেকে মোটা অঙ্কের আয় আসে তাঁর।

তার সম্পদের (property of Sunny Leone) বিবরণীর হিসাব মতে, সানি লিওন বর্তমানে ১১৫ কোটি টাকার সম্পদের মালিক। তবে এই সম্পদের পুরোটাই যে ছবি থেকে তা নয়। ছবির জগৎ ছাড়াও আরও নানাভাবে উপার্জন করেন সানি লিওন। এর মধ্যে সানি লিওনের আয়ের ১০ উপায়ের কথা জেনে নেওয়া যাক-

আরও পড়ুন :  ওমান থেকে কফিন বন্দি হয়ে ফিরল আট প্রবাসী

প্রসাধন : ২০১৬ সালে পেটা ইন্ডিয়ার পার্সন অফ দ্য ইয়ার হয়েছিলেন সানি। সেই সময় থেকেই নিজের নৃশংসতামুক্ত প্রসাধন সামগ্রীর ব্র্যান্ড খোলেন সানি। তাঁর ব্র্যান্ডের আইলাইনার, লিপস্টিক বা হাইলাইটারে কোনরকম প্রাণীজ উপাদান থাকে না।

পোশাক : ১০০ শতাংশ প্রাণীজ উপাদান-মুক্ত পোশাকের একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন সানি। এই কোম্পানি নারী-পুরুষ নির্বিশেষে পোশাক বিক্রি করে অনলাইনে।

সুগন্ধী : নিজের দুটি সুগন্ধীর ব্র্যান্ড চালু করেছেন সানি লিওন। ‍‍`লাস্ট‍‍`(Lust) এবং ‍‍`অ্যাফেটো‍‍`(Affetto) নামে এই দুই ব্র্যান্ডের সেন্ট, ডিওড্রেন্ট এবং বডি-স্প্রে পাওয়া যায় বাজারে।

আরও পড়ুন :  মাশুল বাড়ায় বন্ধ প্রাইভেট ট্রেইলার, পণ্য পরিবহনে অচলাবস্থা

অনলাইন গেম : গেমিয়ানা ডিজিটাল এন্টারটেইনমেন্ট (Gamiana Digital Entertainment) নামে একটি অনলাইন গেম ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে জোট বেঁধেছেন সানি। তাঁর রয়েছে নিজস্ব একটি অনলাইন গেম অ্যাপ ‍‍`তিন পাত্তি‍‍`।

অনলাইন শর্ট স্টোরি : অনলাইনে অনেকেই অ্যাপের মাধ্যমে ছোটগল্প শুনে থাকেন। তেমনই একটি ইরোটিকা ছোট গল্পের অ্যাপের সঙ্গে যুক্ত বেবি ডল।

ফুটবল দল : ইউরোপের একটি ফুটবল দলও কিনেছেন সানি। করোনার ঠিক আগেই ২০২০ সালে লিসেস্টার গ্যালাকটোজ নামের ফুটবল দলটির মালকিন হন তিনি।

এনএফটি : ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সানি লিওনই প্রথম শেয়ার বাজারের এনএফটি’তে বিনিয়োগ করেন। এখানেই শেষ নয়, ২০২১ সালে সানি নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ‍‍`আই ড্রিম অফ সানি‍‍`তে এনএফটি কার্ড কেনার সুবিধা দেন গ্রাহকদের।

আরও পড়ুন :  চট্টগ্রামে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

চেন্নাই সোয়্যাগার্স : ফুটবল দলের পাশাপাশি সেলিব্রিটি ক্রিকেট লিগ চেন্নাই সোয়্যাগার্স দলেরও মালকিন সানি। বলিউডের ধারাবাহিকের অভিনেতাদের নিয়ে এই লিগ রীতিমতো জনপ্রিয় মুম্বইতে।

অনলাইন পোর্টাল : `হটারফ্লাই‍‍` নামে একটি মহিলাদের বিনোদনমূলক পত্রিকার পোর্টালে বিনিয়োগ করেছেন সানি। ২০১৯ সালে এতগুলি অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত থাকার জন্য ইকনমিক টাইমস-এর পাতায় জায়গা করে নেন সানি।

প্রযোজনা সংস্থা : নিজস্ব একটি প্রযোজনা সংস্থার মালকিন সানি লিওন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে এই ব্যবসার অংশীদার সানি।

ঈশান/বেবি/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page