রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

সাফের প্রথম খেলায় লেবাননের বিপক্ষে হারল বাংলাদেশ

ভারতের মাটিতে গতকাল থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই। আসরের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২২ জুন) লেবাননের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমার্ধে দেখেশুনে খেললেও দ্বিতীয়ার্ধে লেবাননের বিপক্ষে আর পেরে উঠেনি জামাল ভূঁইয়ারা।

শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হেরে নিজেদের সাফের সূচনা করেছে লাল-সবুজ জার্সিধারীরা।শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচের শুরুতেই নিজেদের রক্ষণ সামলে খেলতে থাকে লাল-সবুজ জার্সিধারীরা। সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে জামালা ভুঁইয়ারা প্রথমার্ধে স্বস্তি নিয়েই বিরতিতে গেছে।

লেবাননের একের পর এক আক্রমণে তারা গোলের দেখা পায় নি। ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয় লেবানন। প্রথমার্ধে ৭৬ শতাংশ বল নিজেদের দখলে রাখে লেবানন।

ম্যাচের ২৩তম মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম বলার মতো আক্রমণ করেন অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু তা সহজেই রুখে দেন লেবানন গোলরক্ষক। অপরদিকে ৩৫তম মিনিটে সুবর্ণ সুযোগ পায় লেবানন। কিন্তু সাদেকের শট লাফিয়ে উঠে ঠেকিয়ে দেন জিকো। শেষ পর্যন্ত দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের পরও গোলশূন্য ড্র’তে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লেবানন তাদের খেলার গতি বাড়াতে থাকে। একের পর এক আক্রমণের পরও গোলের দেখা পাচ্ছিল না ফিফা র‍্যাঙ্কিংয়ের ৯৯ নম্বর দলটি। কিন্তু ম্যাচের ৭৯তম মিনিটে হাসান মাতুকের গোলে এগিয়ে যায় লেবানন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ অতিরিক্ত সময়ে আরো এক গোলে হজম করে। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে জামাল ভূঁইয়ারা নিজেদের সাফের মৌসুমের সূচনা করে।

উল্লেখ্য, ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। এরপর যেন ভুলেই গিয়েছে এই শিরোপার কথা।

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page