মঙ্গলবার- ১৬ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

কীটনাশক দিয়ে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যার অপরাধে সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশটির জিজান প্রদেশে অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শনিবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া ভারতীয় নাগরিককে কবে হত্যা করা হয় সে সম্পর্কেও কিছু বলা হয়নি সংবাদে।

আরও পড়ুন :  ট্রেনে ইয়াবা পাচারে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি, শাস্তি শুধুই বদলি!

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান ওই দুই ব্যক্তি। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন তারা।

এ ঘটনার পর ভারতীয় ওই নাগরিকের মরদেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন ওই দুই বাংলাদেশি। কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হন তারা। দীর্ঘ তদন্তের পর বাংলাদেশি ওই দুই প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। দেশটির আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন।

আরও পড়ুন :  ট্রেনে ইয়াবা পাচারে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি, শাস্তি শুধুই বদলি!

অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে সৌদির সুপ্রিম কোর্টে আপিল করেন। পরে সৌদি আরবের রাজকীয় আদালতের নির্দেশে তাদের চূড়ান্ত সাজা বহাল রাখা হয়।

ঈশান/খম/মউ

আরও পড়ুন

You cannot copy content of this page