সোমবার- ১৯ মে, ২০২৫

স্কাউটিংয়ের মাধ্যমের আলোকিত ভবিষ্যত গড়তে হবে

রাঙ্গুনিয়ায় স্কাউটস ইউনিট লিডার বেসিক আবাসিক কোর্স উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও কামরুল হাসান

রাঙ্গুনিয়ায় স্কাউটস ইউনিট লিডার বেসিক আবাসিক কোর্স উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও কামরুল হাসান

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি কামরুল হাসান বলেছেন, স্কাউটিংয়ের মাধ্যমের আলোকিত ভবিষ্যত গড়তে হবে। স্কাউটিং আদর্শ চরিত্র গঠনে সহাযক ভূমিকা রাখতে সক্ষম। যোগ্য নাগরিক গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। মাদক,ইভটিজিং ও কিশোর অপরাধ রোধে স্কাউটিং অত্যন্ত জরুরী।

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ১৫ মে বৃহস্পতিবার চন্দ্রঘোণা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঁচদিন ব্যাপী স্কাউটস ইউনিট লিডার বেসিক আবাসিক কোর্স শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার আনন্দ কুমার বড়ুয়া এএলটি। কোর্সের প্রশিক্ষক উডব্যাজার মো. রাহাত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক পরিদর্শক ও কমিশনার সুমন শর্মা, চন্দ্রঘোণা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন।

উপস্থিত ছিলেন প্রশিক্ষক সজল বড়ুয়া, আশীষ বৈদ্য, সালমা ইসলাম, মেহবুব ই ফাতেমা ও হারুন সিকদার।

উল্লেখ্য বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ৯২তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সে ওরিয়েন্টেশন কৃত ৪০ জন লিডার অংশগ্রহণ করেছেন। ১৫ মে হতে ১৯ মে পর্যন্ত এই বেসিক কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show