সোমবার- ১৩ অক্টোবর, ২০২৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পিআরও শরীফ মাহমুদ পুলিশ হেফাজতে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পিআরও শরীফ মাহমুদ পুলিশ হেফাজতে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

এর আগে দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থী পরিচয়ে একদল লোক তাকে অবরুদ্ধ করে রাখেন।

আরও পড়ুন :  সিএমপির ‘মানিলন্ডারিং’ তালিকায় ১৪৫ নেতা ও মন্ত্রী-এমপির নাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে শরীফ মাহমুদ অপু পুলিশ হেফাজতে আছেন। তার বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরীফ মাহমুদ প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিযুক্ত পিআরও ছিলেন। বর্তমানের তিনি চট্টগ্রামে কর্মরত।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page