রবিবার- ১৮ জানুয়ারি, ২০২৬

হেলিকপ্টারে চড়ে দেখা যাবে পুরো চট্টগ্রাম, খরচ ৪৯৯৯ টাকা

মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম ঘুরে দেখতে প্রথমবারের মত চালু করা হয়েছে চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস। এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা বা কক্সবাজার যেতে খরচ হবে ৯ হাজার ৯৯৯ টাকা।

শুক্রবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হয় এই হেলিকপ্টার সেবা সার্ভিস। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই হেলিকপ্টার সার্ভিস উদ্বোধন করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের গুদাম, গ্রেফতার ২ ভাই

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জুনিয়র চেম্বার চিটাগাং ফার্স্ট লেডি ফাতেমা জোহরা, চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, হেলিকপ্টার সাধারণত বিত্তবান সমাজের লোকজন ব্যবহার করে থাকেন। হেলিকপ্টারের আভিজাত্য এবং ব্যয় বাহুল্য বিষয়টি সাধারণ জনগণের সাধ্যের বাইরেই রয়ে গেছে এমন কথাই সমাজে এখনো প্রতিষ্ঠিত। তবে দিন পাল্টে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে জাতি আজ স্বপ্ন দেখছে দিন বদলের। সেই স্বপ্ন পূরণে তরুণ উদ্যোক্তারা সাহস করে চট্টগ্রামে চালু করেছে হেলিকপ্টার সার্ভিস। মাত্র ৪৯৯৯ টাকায় হেলিকপ্টারে চড়তে পারার এই সুযোগ এবং স্বপ্ন অনেকেই পূরণ করবে বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন :  জয়ের পথে বিএনপির প্রার্থী মীর হেলাল

চিটাগাং হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, স্বল্প খরছে হেলিকপ্টারে ঘুরে বেড়ানোর এই উদ্যোগ চট্টগ্রামে প্রথম আমরাই চালু করেছি। ৪ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম ঘুরে দেখা। ৯ হাজার ৯৯৯ টাকায় হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম-কক্সবাজার অথবা চট্টগ্রাম-ঢাকা ভ্রমণ করা যাবে। আমাদের এই প্রজেক্টে এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। আমাদের এই উদ্যোগকে সফল করতে চট্টগ্রামবাসীর সহযোগিতা ও দোয়া চাই।

আরও পড়ুন :  চট্টগ্রামে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশে নিষেধাজ্ঞা (তালিকা দেখুন)

আরও পড়ুন

You cannot copy content of this page