রবিবার- ৭ সেপ্টেম্বর, ২০২৫

ছিনতাই-ডাকাতি করে ওরা, অবশেষে অস্ত্রসহ ৫ জন ধরা

ছিনতাই-ডাকাতি করে ওরা, অবশেষে অস্ত্রসহ ৫ জন ধরা

দীর্ঘদিন ধওে চট্টগ্রাম মহানগরীর মিরপুর ও শাপলা আবাসিকসহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল ডাকাত দল। অবশেষে সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ লতিফপুর সোনামিয়া রেলগেট ও জঙ্গল ছলিমপুর রাস্তা থেকে এলাকায় তারা ধরা পড়েন। এরা হলেন আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)। এ সময় আরও কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে শটগানের সাত রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দেশীয় তৈরি ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন :  মিলাদুন্নবীর (সা.) জুলুসে দু‘জনের মৃত্যু, ৬ জন হাসপাতালে

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি রোজিনা খাতুন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, একটি ডাকাত দল মিরপুর আবাসিক এলাকার জঙ্গল ছলিমপুরে ডাকাতির পরিকল্পনা করছে এমন খবর পাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

আরও পড়ুন :  চবির চার হাজার শিক্ষার্থী ফেরারি, ক্লাস-পরীক্ষা শুরু কাল

গ্রেফতারকৃত ও পলাতক ডাকাত দলের বিরুদ্ধে আকবরশাহ থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন