শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

নতুন রাঙ্গুনিয়া গড়তে চায় হুম্মাম কাদের চৌধুরী

নতুন রাঙ্গুনিয়া গড়তে চায় হুম্মাম কাদের চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, আমি গড়তে চায় নতুন রাঙ্গুনিয়া। এজন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। দরকার হবে সকলের সাহায্য। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপি’র অঙ্গসংগঠনের উদ্যোগে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুম্মাম কাদের চৌধুরী।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী খুনি লীগ গত ১৭ বছরে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। সীমাহীন লুটপাট দুর্নীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যখাত, বিচার বিভাগসহ প্রতিটি সেক্টর ধ্বংস করে দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

এ থেকে জাতিকে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এ জন্য তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, সামনের নির্বাচনে আপনারা যদি আমাকে বিপুল ভোটে বিজয়ী করেন আমি প্রথমেই রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ডিসি সড়ক বড় করার কাজে হাত দিব। একই সাথে রাঙ্গুনিয়ার বালুর বাণিজ্য বন্ধ করব, কারণ এই বালুর বাণিজ্যের কারণে শত শত ঘরবাড়ি নদীতে তলিয়ে গেছে। আমাদের জাতীয়তাবাদী দলের অনেক কর্মীকে হারিয়েছি। হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ বালু বাণিজ্য করে শত কোটি টাকার মালিক হয়েছেন।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, আমি গড়তে চায় নতুন রাঙ্গুনিয়া। এজন্য আমাদের সকলের সাহায্য দরকার। সবাই একসাথে কাজ করে রাঙ্গুনিয়া তথা দেশকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

গণসমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলী নুর। সভাপতিত্ব করেন এডভোকেট কামাল হোসেন চৌধুরী। মাকসুদুল হক চৌধুরী, ফারুকুল ইসলাম ও হেলাল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস সিকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াকিল আহমদ, সৈয়দ ফজলুল হক মিনা, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক চেয়ারম্যান মো. হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনসুর উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশফাকুল হক হারুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর, হেলাল উদ্দীন শাহ্, মসিউদ্দৌলা, একতিয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page