রবিবার- ২৪ আগস্ট, ২০২৫

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়ম, চউকে দুদকের হানা

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়ম, চউকে দুদকের হানা

ট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়মের অভিযোগের তথ্য খুঁজতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়–১ এর চার সদস্যের একটি টিম চউক ভবনে হানা দেয়।

দুদকের অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন চউকের নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ। তিনি বলেন, দুদক কর্মকর্তারা নথিপত্র যাচাই-বাছাই করছেন। পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে এডুমিগের মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২৫ আগস্ট

দুদক সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে চউকে অভিযান পরিচালনার বিষয়ে গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর দুদক টিম অভিযোগের তথ্য যাচাইয়ে অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করেছে চউক। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে কাজ করছে বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র‍্যাঙ্কিন। এ প্রকল্পের অভিযোগ তদন্ত এবং নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ে গত বছরের ১০ জুন উপকমিটি গঠন করে দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আরও পড়ুন :  চট্টগ্রামে অর্থ সংকটে বন্ধের পথে বিআরটিসির স্কুলবাস

পরবর্তীতে গত বছরের ৪ জুলাই গঠিত উপকমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও মজিবুর রহমান মনজু পরিদর্শন শেষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি ‘কিছু অসঙ্গতি’ পাওয়ার কথা জানিয়েছিলেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page