মঙ্গলবার- ১৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ট্টগ্রামের হালিশহর পোর্ট কানেকটিং রোডের মুন্সিপাড়া এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই ভবনের নিচ তলায় প্লাস্টিকের গোডাউন রয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৮টায় পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

তিনি বলেন, যে স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। গোডাউনে প্রথমে আগুন লাগে। এরপর আগুন আশপাশের কয়েকটি বসতঘরেও ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page