মঙ্গলবার- ১৪ অক্টোবর, ২০২৫

চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো পাকিস্তানি জাহাজ

চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো পাকিস্তানি জাহাজ

রকারিভাবে পাকিস্তান থেকে আমদানি করা আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটির নাম এমভি সিবি।

বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভিড়ে জাহাজটি। চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহণ) এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি সিবি নামক একটি জাহাজ বুধবার বিকালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। চালের নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে।

আরও পড়ুন :  সিএমপির ‘মানিলন্ডারিং’ তালিকায় ১৪৫ নেতা ও মন্ত্রী-এমপির নাম

খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে জিটুজি ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান এটি। আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে।

দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে জিটুজি ভিত্তিতে ভারত ও মিয়ানমার থেকেও চাল আমদানি করা হয়েছে বলে জানান জ্ঞানপ্রিয় চাকমা।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি-রপ্তানি কার্যক্রম রয়েছে। বেসরকারিভাবে দেশটি থেকে নিয়মিত চাল আমদানি হচ্ছে। তবে গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা জাহাজ এটি। আবার সম্প্রতি দেশটির সঙ্গে প্রথমবারের মতো সরাসরি কনটেইনার জাহাজ চলাচলও শুরু হয়েছে।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page