মঙ্গলবার- ২০ মে, ২০২৫

ট্রেনে সেহেরিতেও পঁচাবাসি খাবার বিক্রি করছে নুর ট্রেডার্স!

ট্রেনে সেহেরিতেও পঁচাবাসি খাবার বিক্রি করে নুর ট্রেডার্স!

ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল করা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে সেহেরিতেও পঁচাবাসি খাবার বিক্রি করছে ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠান নুর ট্রেডার্স। মাসুম নামে ভুক্তভোগী এক যাত্রী গত মঙ্গলবার (১৮ মার্চ) রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা বরাবর এই অভিযোগ করেছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা এ পর্যন্ত এ বিষয়ে কোন ব্যবস্থা নেননি।

ভুক্তভোগী যাত্রী মাসুম জানান, সোমবার (১৭ মার্চ) রাত ১১টায় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ট্রেনে ঢাকা আসছিলেন। এসময় সেহেরির জন্য ট্রেনে নুর ক্যাটারিং সার্ভিস থেকে ১৮০ টাকায় ভাত, ডাল, আলুর ভর্তা ও মুরগী পিসের একটি খাবারের প্যাকেট কিনেন।

খাওয়ায় জন্য প্যাকেটটি খুললেই উৎকট গন্ধ বের হয়। পরে তিনি দেখেন প্যাকেটে আলুর ভর্তা ও ডাল পঁচাবাসি। এছাড়া ভাতের পরিমাণও ছিল কম। পরে তিনি খাবার না খেয়ে ফেলে দেন। এ নিয়ে তিনি একটি ভিডিও করে রাখেন। পরে বিষয়টি ট্রেনে থাকা ক্যাটারিং সার্ভিসের কর্মচারিদের জানালেও কোন প্রতিকার পাননি তিনি।

ভুক্তভোগী মাসুম বলেন, সেহেরির জন্য কেনা খাবারগুলো খাবার অযোগ্য পচাঁবাসি। এ বিষয়ে ট্রেনে থাকা নুর ক্যাটারিং সার্ভিসের লোকজনকে জানালে তারা বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করেন। পরে আমি খাবারের ভিডিওসহ রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা মাহবুবুর রহমান বরাবর অভিযোগ করি। কিন্তু রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা এ পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।

এ বিষয়ে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে এ দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) মো. মামুন মিয়া বলেন, অভিযোগের বিষয়ে আমার কিছুই জানা নেই। আর অভিযোগ হলে অবশ্যই তদন্ত হবে। ঘটনা প্রমাণ হলে ব্যবস্থাও নেওয়া হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নুর ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থাপক মজনু মিয়া বলেন, পঁচাবাসি খাবারের বিষয়ে একজন যাত্রী অভিযোগ করেছেন। আমরা সবসময় গরম খাবার বিক্রি করি, পঁচাবাসি খাবার বিক্রি করি না। এই যাত্রীর খাবার পঁচাবাসি কেমনে হলো বুঝতেছিনা। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

No more posts to show