শুক্রবার- ৪ জুলাই, ২০২৫

৮৭ কোটি টাকা আত্মসাৎ, ফাঁসলেন সাদ মুসার মালিক মোহসিন

৮৭ কোটি টাকা আত্মসাৎ, দুদকের জালে সাদ মুসার মালিক মোহসিন

প্রাইম ব্যাংক পিএলসির চট্টগ্রাম জুবিলি রোড শাখা থেকে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের মালিক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার কমার্স ব্যাংকের (এসবিএসিবি) সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিনসহ ১১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার কমার্স ব্যাংকের (এসবিএসিবি) সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিন, তাঁর স্ত্রী ও মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামীমা নারগিস। এছাড়া অপর নয় আসামির সবাই প্রাইম ব্যাংকের কর্মকর্তা।

শুক্রবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলার এজাহার থেকে তিনি জানান, চট্টগ্রামের প্রাইম ব্যাংক থেকে পারস্পরিক যোগসাজশে একে অন্যের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের মাধ্যমে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই না করে ১০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়।

এর মধ্যে প্রকল্প ঋণের নামে নেওয়া সুদ আসল ৪৬ কোটি ৮৩ কোটি টাকা আত্মসাতের অপরাধে মামলাসহ দায়ের করা হয়েছে। সুদ ৪০ কোটি ৫৬ লাখ টাকাসহ বর্তমান দায় দাঁড়িয়েছে ৮৭ কোটি ৩৯ লাখ টাকা।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page