রবিবার- ২৪ আগস্ট, ২০২৫

রাঙামাটিতে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৫

রাঙামাটিতে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৫

পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। তার অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে ।

আরও পড়ুন :  চোর অপবাদ দিয়ে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

 

আরও পড়ুন

You cannot copy content of this page