শুক্রবার- ২২ আগস্ট, ২০২৫

হিরো আলমের কাঁধে অজ্ঞাত এক নারী

হিরো আলমের কাঁধে অজ্ঞাত এক নারী

লোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বাবার মৃত্যুর ঘটনায় কথার লড়াই চলছে স্ত্রী রিয়া মনির সঙ্গে। এরই মধ্যে গত শনিবার সংবাদ সম্মেলনে অভিনেতা অভিযোগ করেন রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙে গেছে।

দেরি করেননি রিয়া মনিও। রোববার (২৭ এপ্রিল) দুপুরে এক পোস্টে রিয়া মনি লিখেছেন, ‘হিরো আলমের পরকীয়া নারী কে নিয়ে, আজ রাত ৮টায় রামপুরার বেটার লাইফ হাসপাতালের পাশে উঠান রেস্টুরেন্টের রুফটপে সংবাদ সম্মেলন করা হবে। সাংবাদিক ভাই বোনেরা আমন্ত্রিত।’

আরও পড়ুন :  পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে বিশাল নিয়োগ

এদিকে রিয়া মনির টাইমলাইন ঘুরে দেখা গেছে, আজ দুপুর ৩টায় এক ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘দুই নৌকায় পা দেওয়ার পরিণতি খুবই ভয়ংকর হয়।’ ওই ভিডিওতে দেখা গেছে হিরো আলমের কাঁধে এক অজ্ঞাত নারী। নেটিজেনরা ধারণা করছে ওই অজ্ঞাত নারীই হিরো আলমের পঞ্চম স্ত্রী।

তবে হিরো আলম পাঁচটি বিয়ে করেছেন এমন তথ্য কখনও পাওয়া যায়নি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, রিয়া মনিসহ তিনটি বিয়ে করেছেন তিনি। শোনা যাচ্ছে রিয়ার পর আরও একটি বিয়ে করেছেন হিরো আলম।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে দুই কোম্পানির ১৩৭ কোটির জালিয়াতি

এর আগে গতকাল শনিবার সাংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘আমার বাবা মৃত্যুশয্যায়, অথচ আমার স্ত্রী রিয়া মনি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায়। এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায়?’

তিনি যোগ করেন, ‘তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি। এই রিয়া মনির কারণে আমার সংসার, যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে-সেই মিতির সংসার ও মাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে।’

আরও পড়ুন :  চট্টগ্রামে অর্থ সংকটে বন্ধের পথে বিআরটিসির স্কুলবাস

মডেলিং-এর কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েন অভিনেতা। সেই সময় দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান অভিনেতাকে ডিভোর্স দেন। এরপর রিয়া মনিকে বিয়ে করেন হিরো আলম। বিয়ের পর দুইজন জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন।

ঈশান/খম/বেবি

আরও পড়ুন

You cannot copy content of this page