মঙ্গলবার- ৬ মে, ২০২৫

চাটগাঁর সংবাদ’ সম্পাদক ও আ.লীগ নেতা নুরুল আবছার গ্রেপ্তার

চাটগাঁর সংবাদ’ সম্পাদক ও আ.লীগ নেতা নুরুল আবছার গ্রেপ্তার

ট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশকও।

সাতকানিয়া থানা পুলিশ সোমবার (৫ মে) সন্ধ্যায় পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে এবং তাকে সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে, কোন মামলায় বা কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি ওসি। গ্রেপ্তারকৃত নুরুল আবছার চৌধুরী বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

জানা গেছে, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (উপ পরিদর্শক) রোমান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে নুরুল আবছার চৌধুরীকে গ্রেপ্তার করে।

নুরুল আবছার চৌধুরী সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show