
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় প্রবীর চৌধুরী নামে বাঁশখালী উপজেলার এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কটূক্তিকারী প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা বলে জানান বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, অভিযুক্ত প্রবীর চৌধুরী প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম, বাঁশখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে অভিযুক্ত প্রবীর চৌধুরী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
অভিযুক্ত প্রবীর চৌধুরীকে গ্রেপ্তারের খবর শুনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাতে মিছিল সহকারে থানার সামনে এসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ’কটূক্তিকারী প্রবীর চৌধুরীর বিচার চাই, ফাঁসি চাই’- বলে স্লোগান দিতে থাকে। বিক্ষুদ্ধ জনতাকে অভিযুক্ত প্রবীর চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ওসি।
এ সময় উত্তেজিত জনতাকে সামাল দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং সেনাবাহিনীর বাঁশখালীতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম জানান, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে যে বা যারাই কটুক্তি করেছে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হউক। প্রিয় নবীর অবমাননা কখনোই সহ্য করবো না। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে একজন মুসলিম হিসেবে তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি অবগত করি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।











































