শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

পর্যটকের মৃত্যুর ঘটনায় ‘ট্যুর এক্সপার্ট’ অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

স্মৃতি আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ট্যুর এক্সপার্ট এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) বেলা ১১টার পর তাকে গ্রেপ্তার দেখায় আলীকদম থানার পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত কেেরছন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা। তিনি বলেন, পর্যটক স্মৃতি আক্তারের মৃত্যুর ঘটনার পর থেকেই ফেসবুক গ্রুপ ট্যুর এক্সপার্ট এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টি পুলিশ হেফাজতে ছিলেন।

শনিবার সকালে নিহত স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান এ ঘটনায় বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় বর্ষাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। বর্ষা ইসলাম বৃষ্টি (৩২) যশোর জেলার বরিউল ইসলামের মেয়ে। বর্তমানে ঢাকায় বসবাস করেন তিনি।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুক গ্রুপ ট্যুর এক্সপার্ট এর অ্যাডমিন ও যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে বিবাদী বর্ষা ইসলাম বৃষ্টি তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন।

তার ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম) ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার গত ১১ জুন বুধবার বর্ষা ইসলামের নেতৃত্বে ট্যুর এক্সপার্ট গ্রুপের ৩৩ সদস্যের একটি দল আলীকদমে ঘুরতে যায়। অভিযানে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

তাদের পরিকল্পনা ছিল আলীকদমের ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া জয় করা। যাত্রাপথে দলটি দু‘ভাগে বিভক্ত হয়, এর একটি দলে ২২ জন এবং অন্যটিতে ১১ জন ছিলেন। কিন্তু শামুক ঝর্ণার তৈন খাল পার হওয়ার সময় ২২ জনের দলের মধ্যে ১৯ জন নিরাপদে পার হলেও, কো-হোস্ট হাসানসহ শেখ জুবাইরুল ইসলাম ও স্মৃতি আকতার প্রবল স্রোতে ভেসে যান।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

পরে বৃহ¯পতিবার (১৩ জুন) ভোরে শেখ জুবাইরুল ইসলামের মরদেহ আলীকদমের কানাই মাঝির ঘাটে এবং শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় স্মৃতি আকতারের মরদেহ তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন কো-হোস্ট হাসান।

এ ঘটনায় নিহত স্মৃতির বাবা দায়সারা ব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ এনে বর্ষার বিরুদ্ধে মামলা করেন। যার ভিত্তিতে বর্ষাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে বলে জানান আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page