মঙ্গলবার- ১৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

রান ও ইসরেলের চলমান যুদ্ধের মধ্যেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে বিমানের সবকটি ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মধ্যপ্রাচ্যগামী বিমানের কোনরকম শিডিউল বিপর্যয়ও নেই।

মঙ্গলবার (২৪ জুন) এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, ইরান ও ইসরেলের চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে কাতারের মার্কিন ঘাটিতে ক্ষেপনাস্ত্র হামলার খবরে সোমবার (২৩ জুন) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিজি১২৭ ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইটটি ঢাকা থেকে বাতিল করা হয়।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

কিন্তু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্রগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক সব শিডিউল ফ্লাইট যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক সব শিডিউল ফ্লাইট যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page