শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় মূচড়ে গেছে অটোরিকশা

চালক ও নারী-শিশুসহ নিহত ৫ যাত্রী

কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৪

ট্টগ্রাম-কক্সবাজার রেলপথের রামু উপজেলার রশিদনগর ভারোয়াখালী রেল ক্রসিংয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দূমড়ে মূচড়ে গেছে সিএনজিচালিত একটি অটোরিকশা। এ ঘটনায় অটোরিকশা চালক ও নারী-শিশুসহ ৫ যাত্রী ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তাঁর শিশু সন্তানসহ আরও দুই অজ্ঞাতপরিচয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি দু‘জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

তিনি জানান, ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজনই মারা গেছে। নিহতদের শরীরের অনেক অংশ ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে রেললাইনের ছড়িয়ে পড়ে। যেহেতু মরদেহগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে সে কারণে এখনো তাদের সঠিক পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, অটোরিকশা চালক ছাড়াও নিহতদের মধ্যে দু‘জন নারী ও একজন শিশু রয়েছে। এদের মধ্যে এক নারীর নাম মর্জিনা। শিশু সন্তানটিও তার। এছাড়া অজ্ঞাতনামা এক পুরুষ রয়েছে। তাদের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম বলেন, দুপুর সাড়ে ১২টায় রামুর রশিদনগর রেলক্রসিংয়ে উঠে যাওয়া সিএনজি অটোরিকশাটি কক্সবাজার এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে অটোরিকশাটি দূমড়ে-মুচড়ে যায়। সেই সাথে চালকসহ ৫ যাত্রীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে রামু থেকে উপজেলার ভারোয়াখালী যাওয়ার পথে রশিদনগর রেলক্রসিং পার হচ্ছিল যাত্রীবাহী অটোরিকশাটি। এ সময় যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় আধা কিলোমিটার চেঁছড়ে টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে অটোরিকশাটি দূমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার তিন যাত্রীর শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দু‘জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য বদি আলম বলেন, দুর্ঘটনার পর আহত দু‘জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত অবস্থায় তারাও মারা যান। এই রেলক্রসিংয়ে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page