শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে হাসের সঙ্গে বৈঠক, যা বলছে এনসিপি ও মার্কিন দূতাবাস

এনসিপির শীর্ষ নেতারা কক্সবাজারে, হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঢাকায় যখন রাষ্ট্রীয় উদযাপন চলছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা তখন কক্সবাজারে। সেখানে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে একাধিক টেলিভিশনের খবরে বলা হচ্ছে।

তবে বৈঠকের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি বলেছেন, তারা কক্সবাজারে ‘ঘুরতে’ গেছেন। এই সফরে খালেদ সাইফুল্লাহর সঙ্গে তার স্ত্রী এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী রয়েছেন।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

কক্সবাজার এয়ারপোর্টে কর্মরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মী জানান, বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপি নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপর তারা গাড়িতে করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

দুপুরের দিকে একটি হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে কক্সবাজারে খবর ছড়িয়ে পড়ে। তারা কক্সবাজারের ইনানীর ‘সীপার্ল রিসোর্ট এন্ড স্পা’ হোটেলে (হোটেল রয়্যাল টিউলিপ নামে পরিচিত) যান বলে খবর ছড়ালেও হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলেনি।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

এখন টিভির খবরে বলা হয়, কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এতে অংশ নিয়েছেন দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা প্রমুখ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে খালেদ সাইফুল্লাহ বলেন, এটা সম্পূর্ণ ভুয়া খবর। আমরা এখানে পিটার হাস কিংবা অন্য কারো সাথে কোন মিটিং করিনি। এমনকি পিটার হাসের সঙ্গে আমাদের দেখাও হয়নি। আমরা কয়েকজন এখানে ঘুরতে এসেছি।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

বৈঠক ইস্যুতে বক্তব্য দিয়েছেন মার্কিন দূতাবাসও। মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, পিটার হাসের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি এখন একজন বেসরকারি নাগরিক। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না, সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশের একটি গণমাধ্যম।

ঈশান/খম/মস

আরও পড়ুন

You cannot copy content of this page